ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
Sharenews24

যাচাই হচ্ছে ৮৪ হাজার মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়াদের তথ্য

২০২৪ ডিসেম্বর ০৩ ১২:০৭:২৫
যাচাই হচ্ছে ৮৪ হাজার মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়াদের তথ্য

নিজস্ব প্রতিবেদক : যাচােই-বাছাই হচ্ছে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত ৮৪ হাজার কর্মকর্তা-কর্মচারির তথ্য।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আরও কিছু তথ্য পাওয়া যাবে। তাদের ধারণা- কোটায় চাকরিপ্রাপ্তদের সংখ্যা সর্বোচ্চ ৯০ হাজার হতে পারে।

এর আগে গত ১৫ আগস্ট মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় কতজন চাকরি পেয়েছেন, এর তালিকা চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি দেয়। এর তিন মাসে এ তথ্য পেয়েছে মন্ত্রণালয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এখন তথ্য যাচাইয়ের কাজ চলছে। কর্মকর্তারা মুক্তিযোদ্ধার নামের বিপরীতে কোটা সুবিধা নিয়েছেন, তাদের নাম গেজেটে ও সমন্বিত তালিকায় আছেন কি না, তা দেখা হচ্ছে। এর বাইরে এমআইএসে নাম আছে কি না, তা-ও দেখা হচ্ছে। অনেকের নাম এমআইএসে নাই। কোনো কারণে নাম ওঠেনি। এসব ঠিক থাকলে তাদের চাকরি নেওয়ার প্রক্রিয়া ঠিক আছে বলে বিবেচনা করা হবে।

আরও জানা গেছে, সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো তালিকা যাচাই করা হচ্ছে। অর্ধেকের কম তথ্য যাচাই করা হয়েছে। বাকিগুলো যাচাইয়ে চলতি মাস পুরোটা লেগে যাবে। যাদের নাম কোনো তালিকায় পাওয়া যাবে না, তাদের আলাদা করে তালিকা করা হবে। এরপর সচিবের কাছে তালিকা পাঠানো হবে। এরপর উপদেষ্টার হাতে দেওয়া হবে।

জানা গেছে, মুক্তিযোদ্ধা কোটায় সবচেয়ে বেশি চাকরি হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে। কারণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে শুধু মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ হয়েছিল। এর বাইরে পুলিশে চাকরি নেওয়ার সংখ্যাও অনেক বেশি।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানে ভুয়া মুক্তিযোদ্ধার সনদে চাকরি নেওয়ার হার বেশি।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে