ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা

২০২৪ ডিসেম্বর ০৩ ১৮:৫৮:৩২
জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যের ডাক দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার ছাত্রনেতাদের সঙ্গে, আগামীকাল প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে বসবেন তিনি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বিকালে ব্রিফিংটি হয়।

প্রেস সচিব বলেন, জাতীয় ঐক্য ঘোষণা নিয়ে আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্রনেতাদের সঙ্গে সংলাপ করবেন। আগামীকাল (বুধবার) বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা।

পরদিন বৃহস্পতিবার তিনি ধর্মীয় নেতাদের একটি ডায়ালগের আহ্বান করেছেন। এসব বৈঠকের উদ্দেশ্য হচ্ছে তিনি ন্যাশনাল ইউনিটির ডাক দেবেন।

আগামীকাল বিকাল ৪টায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে। কোন কোন দল অংশ নেবে সেটি স্পষ্ট করে বলা হয়নি।

এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কোন কোন রাজনীতি দল অংশ নেবে তা আগামীকাল জানতে পারবেন। ধর্মীয় নেতাদের সঙ্গে কখন কোথায় বৈঠক অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে