ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
Sharenews24

আমরা জাতিকে আর বিভক্ত দেখতে চাই না: জামায়াতে আমির

২০২৪ ডিসেম্বর ০৩ ১৮:১৭:৫৫
আমরা জাতিকে আর বিভক্ত দেখতে চাই না: জামায়াতে আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ঐক্যবদ্ধ জাতি চাই, আর বিভক্ত দেখতে চাই না। সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

সোমবার সকালে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় জেলা জামায়াত আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গিয়ে অনেকে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যান। নিজেদের দেশের মালিক আর জনগণকে ভাবেন ভাড়াটিয়া। আমরা খেদমত করার সুযোগ পেলে সেবক হিসেবে কাজ করব, মালিক হিসেবে নয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান। এ সময় আরও বক্তব্য দেন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী। সমাবেশে বরিশাল বিভাগের জেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তব্যের পর ছারছীনা দরবার শরিফে গিয়ে মাজার জিয়ারত করে বানারীপাড়া উপজেলার উদ্দেশে রওনা দেন জামায়াত আমির।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে