ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে দুই পদক বাংলাদেশের

২০২৪ ডিসেম্বর ০৩ ১১:৪৯:৩৪
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে দুই পদক বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক : তুরস্কে আয়োজিত বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’ এ অংশ নিয়ে দুটি দল ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশ।

পদকপ্রাপ্ত দল দুটি হলো- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী আফিয়া হুমায়রার নেতৃত্বাধীন দল 'সাইবার স্কোয়াড' ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আনজুম পুষ্পর নেতৃত্বাধীন দল 'চেইঞ্জ মেকার্স ২০২৪।

গত ২৮ নভেম্বর তুরস্কের ইজমিরে শুরু হয় ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের ২১তম আসর। ৩ দিনব্যাপী এই আসরে অংশ নিয়েছে ৮৭টি দেশের ৫৬০টি রোবট দল। এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩১৫০ জন প্রতিনিধি এবং ৫৭ টি দেশ থেকে ১৯৭ জন বিচারক নিজ নিজ ক্ষেত্রে তাদের নিজের দেশের প্রতিনিধিত্ব করেছে।

এতে এ বছর ফিউচার ইঞ্জিনিয়ার্স, ফিউচার ইনোভেটরস এবং রোবো স্পোর্টস সেগমেন্টে বাংলাদেশের মোট ১২ জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নেওয়া ‘মায়ের দোয়া রোবোটিক্স’ দলের সদস্যরা হলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রাকিবুল ইসলাম, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের আনাস বিন আজিম এবং রাজউক উত্তরা মডেল কলেজের এস এম মহিউদ্দিন সামি। ‘সাইবার স্কোয়াড’ দলের সদস্য বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের আফিয়া হুমায়রা, ফেনী গার্লস ক্যাডেট কলেজের ওমেরা ফিদান এবং এস ও এস হারম্যান মেইনার কলেজের নুজহাত জাহান।

‘চেইঞ্জ মেকার্স ২৪’ দলের সদস্যরা হলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রাগিব ইয়াসার রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিয়া আনজুম পুষ্প এবং সরকারি মদন মোহন কলেজের বি এম হামীম। ‘টিম সাইবারওয়েভ’ দলের সদস্যরা হলেন স্যার জন উইলসন স্কুলের ওয়ামিয়া নায়ার শেহরিজাদ, ডিপিএস এসটিএস স্কুলের জুনাইরাহ মাহতালত এবং আশালীনা যোহারিন।

এস/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে