ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

সরকারের তলবে সাড়া দেয়নি ফেসবুক-ইউটিউব

২০২৪ জুলাই ৩০ ২০:২২:৫৭
সরকারের তলবে সাড়া দেয়নি ফেসবুক-ইউটিউব

নিজস্ব প্রতিবেদক : সরকারের তলবে সাড়া দেয়নি মেটার তিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ এবং ইউইটিউব।

তবে সরকারের তলবে টিকটক ব্যাখ্যা দেবে বলে জানিয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলনকক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীকাল (বুধবার) পর্যন্ত আমরা ফেসবুক, ইউটিউব, টিকটককে একটা টাইম (সময়) দিয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে তারা লিখিত ব্যাখ্যাটা দেবে, কিন্তু আমরা এখনো তাদের লিখিত বা মৌখিক ব্যাখ্যা পাইনি।’

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘টিকটক ই-মেইলে একটা রিপ্লাই দিয়েছে যে, তারা এ নিয়ে খুব আন্তরিক। সরকারকে সহযোগিতা করতে চান, তারা ব্যাখ্যাগুলোও দিতে চান। বাকি দুটি অর্থাৎ মেটা ও ইউটিউবের সাড়া পাইনি।’

ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুলে দেওয়া হবে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যদি তাদের (সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর প্রতিনিধি) ব্যাখ্যা সন্তোষজনক হয়, তাহলে তো আমরা শিগগির খুলে দেব। বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি উদার গণতান্ত্রিক দেশ। যেখানে কোনো বাধা নেই। আমরা শুধু তাদের জিজ্ঞাসা করেছি যে, বাংলাদেশের আইন, সংবিধান এবং তাদের নিজস্ব যে পলিসি ও কমিউনিটি গাইডলাইন আছে, সেটা তারা কীভাবে মেইনটেইন করছে বা আদৌও করছে কি না। সেটা আমরা জানতে চাই।’

মামুন/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে