ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সিটি ব্যাংককে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিল আইএফসি

২০২৪ নভেম্বর ২৮ ০৬:৫৭:২০
সিটি ব্যাংককে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিল আইএফসি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের এসএমই খাতে সমৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রযাত্রা জোরদারে সহায়তা করতে বিশ্বব্যাংকের সদস্য ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি) শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংককে ৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ দিয়েছে।

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে সম্প্রতি একটি চুক্তি হয়েছে বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইএফসির এই বিনিয়োগের মাধ্যমে সিটি ব্যাংক এসএমই খাতে বিনিয়োগের ঘাটতি পূরণ করে নতুন ঋণ দিতে পারবে। বিশেষ করে তাদের, যারা আমদানি ও রপ্তানি বাণিজ্যে যুক্ত।

এই অংশীদারিত্ব আর্থিক খাতে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসেছে যখন মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক বাধার জন্য সাশ্রয়ী উপায়ে ঋণ নেওয়া বেশ কষ্টসাধ্য বিষয় হিসেবে উপনীত হয়েছে।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, এই বিনিয়োগ ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে এবং ভবিষ্যতে বৃহৎ ভূমিকা পালন করতে সাহায্য করবে।

আইএফসি রিজিওনাল ইন্ডাস্ট্রি ডিরেক্টর অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপ ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যালেন ফরলেমু বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায় উৎসাহ দেওয়ার মাধ্যমে আমরা সকলের অর্থনৈতিক অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সমর্থন এবং সর্বোপরি বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করায় অবদান রাখছি।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আইএফসির বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সালাউদ্দিন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে