ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

বাংলাদেশে মার্কিন বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে

২০২৪ নভেম্বর ০২ ১৭:৫৬:২৩
বাংলাদেশে মার্কিন বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তরুণেরা মেধাবী ও পরিশ্রমী। তাঁদের হাত ধরে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তিগত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অগমেডিক্স সফলতা পেয়েছে। এই সাফল্যের বার্তা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তাঁরা এখন বাংলাদেশ নিয়ে আরও আশাবাদী ও আগ্রহী। অগমেডিক্সের বাংলাদেশ শাখার প্রধান রাশেদ মুজিব এসব কথা বলেছেন।

সম্প্রতি প্রতিষ্ঠানটি একই খাতের আরেকটি প্রতিষ্ঠান কমিউরের অধীনে একীভূত হয়েছে, যা বাংলাদেশের আইসিটি খাতকে শক্তিশালী করার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

একীভূত হওয়ার পর কমিউর ও অগমেডিক্সের কর্তাব্যক্তিরা বাংলাদেশ সফর করেন। এ সময় তাঁরা স্থানীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ উপলক্ষে তাঁরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন

সংবাদ সম্মেলনে রাশেদ মুজিব জানান, প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল মাত্র ৬০ জন কর্মী নিয়ে, যা বর্তমানে ১,৩০০ জনে উন্নীত হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশি তরুণরা মেধাবী ও পরিশ্রমী, তাঁদের মাধ্যমে অগমেডিক্স যুক্তরাষ্ট্রে শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে। এই তরুণদের জন্যই প্রতিষ্ঠানটি আজকের সাফল্য অর্জন করেছে।”

কমিউরের প্রধান ব্যবসা কর্মকর্তা হর্শ সোলানকি জানান, অধিগ্রহণের পর কমিউর বাংলাদেশে ব্যাপক বিনিয়োগের পরিকল্পনা করছে, যা বাংলাদেশের কর্মসংস্থানের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। তিনি বলেন, “নতুন এআই সমৃদ্ধ প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদান আরও সহজতর হবে এবং মার্কিন বাজারে গ্রাহকদের চাহিদা আরও বৃদ্ধি পাবে।”

সংবাদ সম্মেলনে অগমেডিক্সের প্রতিষ্ঠাতা এবং কমিউরের চিফ স্ট্র্যাটেজি অফিসার (সিএসও) ইয়ান শাকিল উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “এই একীভূতকরণের মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারবো এবং বাংলাদেশে প্রযুক্তির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবো।”

রাশেদ মুজিবের মতে, এই বিনিয়োগ ও একীভূতকরণ শুধুমাত্র দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে না, বরং দেশের আইসিটি খাতকেও শক্তিশালী করবে।

তারিক/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে