ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
Sharenews24

ইসরাইল ইরানকে চিনতে ভুল করেছে : খামেনি

২০২৪ অক্টোবর ২৮ ১৪:১৫:৪৩
ইসরাইল ইরানকে চিনতে ভুল করেছে : খামেনি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইলের হামলাকে ছোট করে দেখানো বা এটিকে তুচ্ছ বা গুরুত্বহীন বলে উড়িয়ে দিলে বিপদগামী হবে। তবে ইসরাইল ইরানকে চিনতে ভুল করেছে। রোববার তেহরানে অনুষ্ঠিত নিরাপত্তা বাহিনীর শহীদদের পরিবারের সঙ্গে এক বৈঠকে আয়াতুল্লাহ খামেনি এ মন্তব্য করেন।

রোববার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহর নিউজ।

বৈঠকের সময়, আয়াতুল্লাহ খামেনি সমাজ এবং দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্রে একটি ভিত্তি স্তম্ভ হিসেবে নিরাপত্তা গুরুত্বের ওপর জোর দেন।

খামেনি জোর দিয়ে বলেন, ‘শুধুমাত্র একটি শক্তিশালী ইরানই দেশ ও এর জনগণের নিরাপত্তা ও অগ্রগতির নিশ্চয়তা ও নিশ্চয়তা দিতে পারে। তাই ইরানকে সব অর্থনৈতিক, বৈজ্ঞানিক, রাজনৈতিক, প্রতিরক্ষা এবং ব্যবস্থাপনাগত দিক দিয়ে প্রতিদিন শক্তিশালী হতে হবে’।

তিনি বলেন, ‘যখন দখলকারী শাসক তাদের নিজস্ব নির্দিষ্ট এজেন্ডার জন্য এই হামলাকে বড় করার চেষ্টা করে আমাদের সতর্ক থাকতে হবে। আবার ঘটনাটিকে ছোট করে দেখানো বা এটিকে তুচ্ছ বা গুরুত্বহীন বলে উড়িয়ে দেওয়া সমানভাবে বিপথগামী হবে’।

শনিবার ভোরে ইরানে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালায় ইসরাইল। এ হামলায় এখন পর্যন্ত ৪ সেনা সদস্য নিহতের খবর জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে চালানো ইসরাইলের হামলা ছিল ‘সুনির্দিষ্ট ও শক্তিশালী’ এবং এর মাধ্যমে ইসরাইল তার সমস্ত লক্ষ্য অর্জন করেছে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে