ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ফাইনালে নেপালের মুখোমুখি বাংলাদেশ

২০২৪ অক্টোবর ২৮ ০৯:৫২:৫৮
ফাইনালে নেপালের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে ভারতকে হারিয়ে ফাইনালে উঠল নেপাল। ফলে গতবারের মতো এবারো শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ। কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে রবিবার দ্বিতীয় সেমি-ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারায় নেপাল।

নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়। টাইব্রেকারে নেপালের সাবিত্রা ভান্ডারি, গিতা রানী, সাবিতা রানা মাগার ও অমিশা কারকি লক্ষ্যভেদ করেন। ভারতের জালের দেখা পান মনিষা ও কারিশ্মা সিরভোইকর; অধিনায়ক আশালতা দেবির শট পোস্ট লেগে ফেরে, চানু সরোখাইবামের দুর্বল শট সহজেই ফেরান টাইব্রেকারের জন্যই বদলি নামা গোলরক্ষক অঞ্জনা রানা মাগার।

একই ভেন্যুতে আগামী বুধবার মুকুট ধরে রাখার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গতবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে এই প্রতিযোগিতায় প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে ড্রয়ে গ্রুপ পর্ব শুরুর পর ভারতকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ। সেরা চারের লড়াইয়ে এদিনই তারা ভুটানকে গুঁড়িয়ে দেয় ৭-১ ব্যবধানে।

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে