ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

ফের ‘এ’ ক্যাটাগরিতে রানার অটোমোবাইলস

২০২৪ অক্টোবর ২৩ ১৬:৫৭:১৫
ফের ‘এ’ ক্যাটাগরিতে রানার অটোমোবাইলস

নিজস্ব প্রতিবেদিক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে বলে ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) জানিয়েছে।

৩০ জুন, ২০২২ অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। কিন্তু ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ না করায় কোম্পানিটির শেয়ার ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবদমিত করা হয়েছিল।

কোম্পানিটি ডিএসই-কে জানিয়েছে, ঘোষিত ডিভিডেন্ড কোম্পানিটি বিনিয়োগারীদের মধ্যে বিতরণ করেছে। এ কারণে কোম্পানিটির শেয়ার ফের ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। যা আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে কার্যকর হবে।

তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে