ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

এক বছর যাবত হয়রানির শিকার ১ লাখ ১০ হাজার ভিসা প্রত্যাশী

২০২৪ অক্টোবর ১৪ ১৮:৪২:০৮
এক বছর যাবত হয়রানির শিকার ১ লাখ ১০ হাজার ভিসা প্রত্যাশী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ইতালীয়ান দুতাবাস আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত ২০ হাজার পাসপোর্ট ডেলিভারী করার ঘোষণা দিয়েছে। কিন্তু এই মুহূর্তে ইতালী ভিসা প্রত্যাশীদের সংখ্যা প্রায় ১ লাখ ১০ হাজার। যারা গত ১ বছর ধরে হয়রানির শিকার হচ্ছেন।

এছাড়া গত আগস্ট মাসের শেষ থেকে অ্যাপয়েন্টমেন্ট পুরোপুরি বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছে ২৫ হাজার অভিভাসন প্রত্যাশী, এমনই অভিযোগ ভিসা প্রত্যাশীদের।

আজ সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর রুনি মিলনায়তনে বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম (বিএমডিএফ), ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতি ও বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব অভিযোগ তুলে ধরেনয়।

সংবাদ সম্মেলনে তিন সংগঠনের পক্ষ থেকে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট চালুর মাধ্যমে ভুক্তভোগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানো ও ইতালীয়ান দূতাবাসের জনবল দশগুন বাড়ানোর দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতির সভাপতি ও বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক শাহ মোহাম্মদ তাইফুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১ বছর যাবৎ ১ লাখ ১০ হাজার ভিসা আবেদন ইতালি দূতাবাসে আটকে রয়েছে। তিনি বলেন, আমাদের আন্দোলনের ফলে ইতালি দূতাবাস একটা অংশিক সুরাহা করেছেন।

‘কিন্তু যদি ৪০ হাজার ভিসা আবেদনের পাসপোর্ট ডেলিভারী করা সম্ভব না হয় তবে এই ১ লাখ ১০ হাজার পাসপোর্ট ডেলিভারী করতে আরো দুই থেকে তিন বছর লেগে যাবে। এতে ইতালি গমনেচ্ছুদের দূর্ভোগ আরো বেড়ে যাবে’বলে তিনি মন্তব্য করেন।

তাইফুর রহমান আরো বলেন, ‘চলতি বছরের ১১মে থেকে এ পর্যন্ত আমরা যারা ইমেইল করেছি, ৬ মাস অতিবাহিত হওয়ার পরও আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া হয়নি।

তিনি বলেন, দুতাবাসের জনবল সংকটের কারণে ভিসা প্রসেসিং ও অ্যাপয়েন্টমেন্ট প্রদানের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। এটা এখন প্রবাসীদের মানবিক সংকটে রুপান্তিরিত হয়েছে।

তাইফুর রহমান বলেন, এর সমাধানে অনতিবিলম্বে ইতালিয়ান দূতাবাসের জনবল দশগুন বাড়াতে হবে। আর এর জন্য ইতালি সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে হবে। এর পাশাপাশি বন্ধ থাকা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া চালু করে আগামি ২০ অক্টোবরের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করতে হবে। অন্যথায় অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের পক্ষ থেকে শীঘ্রই কঠোর থেকে কঠোতর কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি খায়রুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক সামসুন নাহার আজিজ নীনা, যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়, সদস্য মোহাম্মদ আলী ও শাহ আবিউর রহমান।

মামুন/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে