ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশিদের বড় সুখবর দিল সৌদি আরব

২০২৪ অক্টোবর ২৮ ০৭:৩২:১০
বাংলাদেশিদের বড় সুখবর দিল সৌদি আরব

প্রবাস ডেস্ক: বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইশা ইউসুফ ইশা আল-দুহাইলান সৌদি আরব সরকারের সবুজ উদ্যোগ বাস্তবায়ন এবং দেশটির রূপকল্প ২০২৩-এর আওতায় চলমান মেগা প্রকল্পে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

রোববার (২৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎশেষে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে জানান, সৌদি দূতাবাস প্রতিদিন প্রচুর ভিসা ইস্যু করছে, এরই মধ্যে সৌদিতে নিয়োজিত ৩০ লাখ কর্মী যুক্ত হয়েছে।

রাষ্ট্রদূত আসন্ন ২০৩৪ ফুটবল বিশ্বকাপ এবং আইওরাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সৌদির প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পররাষ্ট্র সচিব আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং স্থিতিশীলতা বৃদ্ধিতে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন। ইসলামী উম্মাহর নেতৃত্বের ভূমিকার প্রশংসা করে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনে সৌদির প্রতি বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেন।

উভয়পক্ষ দুই দেশের সরকারের মধ্যে রাজনৈতিক পরামর্শ এবং উচ্চ-পর্যায়ের যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) পাশাপাশি জনশক্তি সম্পর্কিত জয়েন্ট টেকনিক্যাল কমিটির (জেটিসি) বিষয়ে ক্রমাগত সম্পৃক্ততা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে