ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ডক্টরেট ডিগ্রি পেলেন অলরাউন্ডার মঈন আলী

২০২৪ নভেম্বর ২১ ১৩:২৩:৪৬
ডক্টরেট ডিগ্রি পেলেন অলরাউন্ডার মঈন আলী

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের ক্রিকেটের অসামান্য অবদান রাখার জন্য অলরাউন্ডার মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়।

সোমবার (১৮ নভেম্বর) কভেন্ট্রি ক্যাথেড্রালে এক অনুষ্ঠানে মঈনকে এই সম্মাননা দেয়া হয়।

মঈনকে ডক্টরেট ডিগ্রি প্রদানের ব্যাখ্যায় কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ের ভাষ্য, “ক্রিকেট খেলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত করছি। তাকে এই সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।”

এই সম্মাননা পেয়ে রোমাঞ্চিত মঈন। মঈন আলী বলেন, “কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় আমাকে এই চমকপ্রদ সম্মানে ভূষিত করায় আমি রোমাঞ্চিত। এর অংশ হতে পারা দারুণ ব্যাপার। আমি সব সময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি ইংল্যান্ডের হয়ে খেলি না। তবে মানুষ আমার কাছে এসে বলে ‘তুমি যেভাবে খেলেছ, সেটা দেখেই আমার সন্তান খেলে।’ এটাই খেলাধুলার সাফল্য।”

ইংল্যান্ডের হয়ে দারুণ এক ক্যারিয়ার মঈন আলীর। তিন ফরম্যাট মিলিয়ে খেলেছেন ২৯৮ ম্যাচ। তাতে ৬৬৭৮ রান করার পাশাপাশি নিয়েছেন ৩৬৬ উইকেট। দলকে নেতৃত্ব দিয়েছেন ১৩ ম্যাচে। তার সবচেয়ে বড় সাফল্য, ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়। এরপর ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতেও বড় ভূমিকা রাখেন মঈন।

২০২৩ সালের সেপ্টেম্বরে দেশের জার্সি তুলে রেখেছেন মঈন। তবে খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। বিশ্বের নামিদামি সব লিগে এখনো তার সমান চাহিদা। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ বিপিএলেও খেলেছেন মঈন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে জিতেছেন শিরোপাও।

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে