ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজারের দায়িত্বে থাকা অমল কৃষ্ণ ও ড. নাহিদকে ওএসডি

২০২৪ নভেম্বর ২০ ২১:৪৭:৫১
শেয়ারবাজারের দায়িত্বে থাকা অমল কৃষ্ণ ও ড. নাহিদকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের দায়িত্বে থাকা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল ও ড. নাহিদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

আজ বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা যায়, অমল কৃষ্ণ মন্ডল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজার অনুবিভাগ শাখার এবং ড. নাহিদ হোসেন পুঁজিবাজার অধিশাখার দায়িত্বে ছিলেন।

গত ১ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ড. নাহিদসহ ৭ জনকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়। এদের মধ্যে নাহিদসহ তিনজনের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের ইস্যুতে বিতর্ক দেখা দেয়। এমন অবস্থায় অপর দু’জন ডিএসইতে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিতে অপারগতা প্রকাশ করেন। কিন্তু প্রবল বিতর্ক সত্ত্বেও ড. নাহিদ ডিএসইতে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে