ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

স্বাস্থ্যসচিব ও জনপ্রশাসনের অতিরিক্ত সচিবকে বদলি

২০২৪ নভেম্বর ২০ ১৬:৫৯:২৪
স্বাস্থ্যসচিব ও জনপ্রশাসনের অতিরিক্ত সচিবকে বদলি

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যসেবা বিভাগের চুক্তিভিত্তিক নিয়ো পাওয়া সিনিয়র সচিব এম. এ. আকমল হোসেন আজাদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পদ নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিবকে এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ১৭ আগস্ট অবসরে যাওয়া পাঁচ অতিরিক্ত সচিবকে (বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা) চুক্তিভিত্তিতে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এক দিনের মাথায় তাঁরা সিনিয়র সচিবের পদমর্যাদা পান। তাঁদের মধ্যে এম এ আকমল হোসেনকে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দুই দিন পর তাঁকে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়। এখন আবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদে বদলি করা হলো তাঁকে।

অন্যদিকে, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমান।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে