ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

ইতালি যাওয়ার সুযোগ: স্পন্সর ভিসা আবেদন শুরু

২০২৪ নভেম্বর ০৫ ২০:২৯:১১
ইতালি যাওয়ার সুযোগ: স্পন্সর ভিসা আবেদন শুরু

প্রবাস ডেস্ক : ২০২৫ সালের জন্য স্পন্সর ভিসার প্রক্রিয়া শুরু করেছে ইতালি। দালাল চক্রের জটিলতার কারণে বাংলাদেশি আবেদনকারীরা কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মুখোমুখি। এই ধাপে ১ লাখ ৮১ হাজার শ্রমিক নেবে দেশটি।

ইতালিতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে দালালের ফাঁদে পড়ে অনেক বাংলাদেশি নিঃস্ব হয়েছেন। ভুয়া ভিসার অনুমোদন পত্র, জাল আবেদনসহ বিভিন্ন অনিয়মের কারণে বিপুল সংখ্যক বাংলাদেশির ইতালির ভিসা স্থগিত করে পাসপোর্ট ফেরত দিচ্ছে ঢাকার ইতালীয় দূতাবাস।

এদিকে, ২০২৫ সালের জন্য স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়ায় আগাম ফরম পূরণ শুরু হয়েছে। নভেম্বরের পুরো মাস জুড়েই করা যাবে আগাম ফরম পূরণ। আর এই আবেদনের ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি। কিন্তু কঠিন যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশি আবেদনকারীদের। এদিকে, দালালদের খপ্পর থেকে বাঁচতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালির কমিউনিটির নেতারা। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, শতকরা ৯০ ভাগ বাংলাদেশি বার্ষিক আয়, মালিকের সঙ্গে চুক্তিসহ নতুন নিয়মের কারণে আগাম ফরম পূরণ করতে ব্যর্থ হচ্ছে। ২০২৩ সালে ৩ বছর মেয়াদী স্পন্সর ভিসার আইন অনুমোদন করে দেশটির সরকার। শেষ পর্বে ১ লাখ ৬৫ হাজার শ্রমিক নেবার কথা থাকলেও তা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ৪৫০ জনে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে