ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

ভারত থেকে ফেরার সময় গ্রেপ্তার ৬ বাংলাদেশি

২০২৪ অক্টোবর ০৬ ১৮:৫৯:৪০
ভারত থেকে ফেরার সময় গ্রেপ্তার ৬ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গ্রেপ্তার হওয়া সবাই পুরুষ।

বিএসএফ জানায়, তারা দীর্ঘ সময় ধরে ভারতের বিভিন্ন রাজ্যে কাজের সূত্রে অবৈধভাবে অবস্থান করছিল। রোববার ভোররাতে দেশে ফিরতে গেলে বিএসএফ তাদের আটক করে।

বিএসএফ সূত্রে জানানো হয়, রোববার ভোর রাতে ওই ছয় জন বাংলাদেশি নাগরিক ভোমরা সীমান্তের কাছে স্বরূপনগর থানায় এলাকার তারালী বিওপি ও বিথারী বিওপি এলাকা থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

এ সময় টহলরত ১৪৩ নম্বর বিএসএফের সীমান্তরক্ষী বাহিনী তাদের ধাওয়া করে আটক করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, কাজের সূত্রে দীর্ঘসময় তারা ভারতে অবস্থান করছিলেন। রোববার দালাল মারফত বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন তারা। কিন্তু বিএসএফের উপস্থিতি টের পেয়ে দালাল তাদের ফেলে পালিয়ে যান। এসময় কোনরকম বৈধ পরিচয়পত্র না থাকায় গ্রেপ্তারদের তুলে দেয়া হয় স্থানীয় সরুপনগর থানার পুলিশের হাতে।

ধৃতদের পরিচয় না জানালেও সরুপনগর থানার পুলিশ জানিয়েছে বাড়ি খুলনা ও বরিশাল জেলায়। রোববারই তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এ সময় অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়া ও অনুপ্রবেশের অভিযোগে বিচারক তাদের ১৪ দিনের বিচার বিভাগীয় নির্দেশ দেন।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে