ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‌‘এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরির পরীক্ষা শুরু করতে হবে’

২০২৪ অক্টোবর ০৬ ১৪:২৮:৩১
‌‘এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরির পরীক্ষা শুরু করতে হবে’

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকমিশনে (পিএসসি) ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দোসররা এখনো বহাল তবিয়তে রয়েছে। যার ফলে প্রতিষ্ঠানটি কর্মকান্ডে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে।

সরকারি চাকরিতে প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির নিয়োগসংক্রান্ত প্রায় সব কার্যক্রম যে প্রতিষ্ঠানটি করে থাকে, সে সংস্থার স্থবিরতায় স্বভাবতই হতাশার মধ্যে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

বিষয়টি নিয়ে কথা বললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। তিনি এ সপ্তাহের মধ্যে সরকারি কর্মকমিশন (পিএসসি) সংস্কারের দাবি জানিয়েছেন।

শনিবার (০৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

ফেসবুক পেজে সারজিস আলম বলেন, ‘এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের জব এক্সামগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক, তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না।’

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে