ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

ডিসির ঘুষকাণ্ড প্রশাসনে দুর্নীতি বাসা বাঁধার প্রমাণ

২০২৪ অক্টোবর ০৫ ১৭:০১:০৬
ডিসির ঘুষকাণ্ড প্রশাসনে দুর্নীতি বাসা বাঁধার প্রমাণ

নিজস্ব প্রতিবেদক : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ডিসি নিয়োগকাণ্ড নিয়ে গণমাধ্যমে প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও একজন যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপ বার্তার বিষয়টি প্রশাসনে দুর্নীতি বাসা বাঁধার প্রমাণ।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ডয়চে ভেলেতে প্রকাশিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে তিনি এ মন্তব্য করেন।

ডয়চে ভেলেকে তিনি বলেন, প্রশাসনে যে দুর্নীতি বাসা বেঁধেছে, এটি তার একটি প্রমাণ। এত মানুষের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ, সেখানে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য হতে পারে না। আমরা প্রত্যাশা করি, উপদেষ্টা পরিষদ এ ব্যাপারে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেবে।

ডিসি নিয়োগকাণ্ডে ঘুষ লেনদেন সংক্রান্ত হোয়াটসঅ্যাপ বার্তার বিষয় তুলে গতকাল বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতোমধ্যেই তিনজন উপদেষ্টাকে দিয়ে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কমিটির কলেবর আরও বাড়তে পারে বলে জানা গেছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে