ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
Sharenews24

‘এই ‘দুর্বল সরকার’ পাহাড়ে শান্তি ফেরাতে পারবে না’

২০২৪ অক্টোবর ০৫ ১৫:৫৯:৩৪
‘এই ‘দুর্বল সরকার’ পাহাড়ে শান্তি ফেরাতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক : এই ‘দুর্বল সরকার’ পাহাড়ে শান্তি ফেরাতে পারবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এ জন্য দরকার একটা গণতান্ত্রিক সরকার।

শনিবার (০৫ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এমন মন্তব্য করেন তিনি।

মেজর হাফিজ বলেন, এই সরকারের অনেকেই বিপ্লবের চেতনাকে ধারণ করে না। যারা এই সরকারে আছে, তারা জ্ঞানী ও গুণী মানুষ। কিন্তু তারা রাজনৈতিক না। তারা প্রশাসন চালাতে পারদর্শী না। যারা এই বিপ্লবের সাথে জড়িত, তাদের সাথে নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘এই দেশের ছাত্রজনতায় এদেশের রক্ষা কবজ। আমাদের প্রত্যেকটি ছাত্রকে বেসিক মিলিটারি ট্রেনিং দিতে হবে। তাহলে আর কেউ আমাদের সাথে টক্কর দিতে পারবে না।’

তিনি আরও বলেন, বিএনপির বন্ধুত্বের হাত সর্বদা জামায়াতের জন্য বাড়ানো আছে। যতটুকু দূরত্ব তৈরি হয়েছে, জাতীয় স্বার্থে আবার মিলিত হওয়া যাবে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে