ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

পুরোনো বন্ধুকে বিমানবন্দরে বিদায় জানালেন ড. ইউনূস

২০২৪ অক্টোবর ০৪ ২৩:২১:২১
পুরোনো বন্ধুকে বিমানবন্দরে বিদায় জানালেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ৫৮ সদস্যের প্রতিনিধিদল নিয়ে সংক্ষিপ্ত সফরে ঢাকায় ঘুরে গেলেন।

হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে তাঁকে স্বাগত জানানোর পর বিদায় জা‌নি‌য়ে‌ছেন অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে ফলপ্রসূ সফর শেষে আজ সন্ধ্যায় দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাঁকে বিদায় জানান।

এর আগে এদিন সকালে ইসলামাবাদ হয়ে দুপুরের দিকে বিমানবন্দরে অবতরণ করেন আনোয়ার ইব্রাহিম। এরপর তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

বিমানবন্দরে আনোয়ার ইব্রাহিমকে ‘পুরোনো বন্ধু’ উল্লেখ করে তাকে স্বাগত জানাতে পেরে ‘খুব খুশি’ বলে জানান প্রধান উপদেষ্টা।

সেখা‌নে সং‌ক্ষিপ্ত বৈঠকের প‌র ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফের বৈঠকে বসেন তারা।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে