ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

ভারতসহ ৫ দেশের কূটনীতিককে ঢাকায় ফেরার নির্দেশ

২০২৪ অক্টোবর ০৩ ২১:২৪:৩০
ভারতসহ ৫ দেশের কূটনীতিককে ঢাকায় ফেরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ভারত ও অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং আরও ৩টি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ পাঁচজন কূটনীতিককে ঢাকায় ফিরতে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারত, নিউইয়র্কে স্থায়ী মিশন, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও পর্তুগালে দায়িত্ব পালনরত বাংলাদেশের পাঁচ কূটনীতিককে দেশে ফিরতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার।

সংবাদটি জানায়, যে পাঁচজন কূটনীতিককে ঢাকায় ফিরতে বলা হয়েছে তারা হলেন– ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত, বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী ও পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ।

পেশাদার এই পাঁচ কূটনীতিকের আগামী ডিসেম্বরে অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে