ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

জিয়ার সৈনিকদের আদর্শচ্যুত হওয়া যাবে না: ড্যানী

২০২৪ অক্টোবর ০২ ১৯:০৭:৫০
জিয়ার সৈনিকদের আদর্শচ্যুত হওয়া যাবে না: ড্যানী

নিজস্ব প্রতিবেদক : আগামীতে দলকে ক্ষমতায় নিতে ঐক্যের বিকল্প নেই জানিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জিয়ার সৈনিকদের আদর্শচ্যুত হওয়া যাবে না।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে দলকে সুসংগঠিত করতে হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা শহরে ছোট বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড্যানি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও তার দোসররা রয়ে গেছে। ওই দোসররা দেশ অস্থিতিশীল করাসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে আমাদের দলীয়ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জাতীয়তাবাদী উলামা দলের নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জন করতে হবে জানিয়ে তিনি বলেন, জনগণের নিকট আদর্শ নেতা হিসেবে নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। আগামী গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থেকে সরকার গঠনের লক্ষ্যে কাজ করতে হবে।

জেলা ওলামা দলের সভাপতি হাফেজ ক্বারী মিজবাহ উদ্দীন তালুকদার মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক এড. মো. মাহফুজুল হক, যুগ্ন আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, মো. বজলুর রহমান পাঠান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরিদ, এড. নুরুজ্জামান নুরু প্রমুখ।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে