ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

রাজধানীতে মার্কেট দখল করতে গিয়ে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক

২০২৪ অক্টোবর ০২ ১১:৫৪:৫৩
রাজধানীতে মার্কেট দখল করতে গিয়ে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেট থানা সংলগ্ন জিলানী মার্কেট দখল করতে গিয়ে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি নামের এক ব্যক্তি। তিনি নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

গতকাল মঙ্গলবার (০১ অক্টোবর) সন্ধ্যায় শতাধিক লোক নিয়ে মার্কেটটি দখল করতে গেলে জাহাঙ্গীরসহ তিনজনকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা।

নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মঙ্গলবার রাতে জিলানী মার্কেটে মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহতও হন। পরে আইনশৃঙ্খলা বাহিনী তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জিলানী মার্কেট সূত্রে জানা যায়, মার্কেটটিতে একটি নির্বাচিত কমিটি আছে। নির্বাচনে যারা হেরেছিল তাদের নিয়ে মার্কেট দখল করতে আসেন জাহাঙ্গীর। খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী আসে। এ সময় তিনজনকে আটক করে নিয়ে যায়।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে