ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

পাসপোর্ট থাকলেই প্রবাসী বাংলাদেশিদের এনআইডি নয়

২০২৪ অক্টোবর ০১ ১২:৩৩:৫১
পাসপোর্ট থাকলেই প্রবাসী বাংলাদেশিদের এনআইডি নয়

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবাহক করার লক্ষে বর্তমানে বিশ্বের সাতটি দেশে এনআইডি কার্যক্রম চালু রয়েছে। প্রবাসে যারা কাজ করছেন এবং যাদের পাসপোর্ট আছে, মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরকে নতুন পাসপোর্ট প্রদান করা হচ্ছে।

তবে নির্বাচন কমিশন বলছে, পাসপোর্ট থাকলেই প্রবাসে এনআইডি দেওয়া হবে না। সংশ্লিষ্ট নাগরিকের দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ে যদি প্রমাণ হয় তিনি বাংলাদেশি নাগরিক, তখনই তিনি এনআইডি পাবেন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী অধিশাখা) মো. আব্দুল মমিন সরকার এসব কথা বলেন।

পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে অভিযোগ রয়েছে, রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার সময় রোহিঙ্গাদের বিষয়ে সতর্ক থাকার জন্য কর্মকর্তাদের কোনো নির্দেশনা ইসির পক্ষ থেকে দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আব্দুল মমিন সরকার বলেন, প্রবাসে নাগরিকেরা যেসব তথ্য দিয়ে আবেদন করেন, সেগুলো দেশে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে আমাদের কর্মকর্তারা তদন্ত করেন। যদি তাঁদের কাগজপত্র ঠিক থাকে তখনই তাঁকে এনআইডি দেওয়া হয়। কেবল পাসপোর্ট থাকলেই তাঁকে এনআইডি দেওয়া হয় না।

অনুষ্ঠানে উপস্থিত ইসি সচিব শফিউল আজিম বলেন, ‘বর্তমানে সাতটি দেশে প্রবাসীদের এনআইডি সেবা কার্যক্রম চলমান রয়েছে। যেখানে প্রবাসী আনুপাতিক হারে বেশি, সেখানে আস্তে আস্তে চালু করব। শিগগিরই কানাডা এবং অস্ট্রেলিয়ায় চালু হবে এ সেবা।’

মিজান/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে