ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

২০২৪ সেপ্টেম্বর ২৭ ১৭:১৪:০০
জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন দেশটির প্রবীণ আইনপ্রণেতা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা।

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাকে নতুন নেতা হিসাবে বেছে নিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়। নতুন এ নেতা প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হবেন। জাপানে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এলডিপির নেতৃত্ব দেবেন তিনি।

এলডিপির প্রধান কার্যালয় টোকিওতে নতুন নেতা নির্বাচনে ভোট দেন দলটির আইনপ্রণেতা ও আঞ্চলিক নেতারা। ইশিবার পক্ষে পড়ে ২১৫ ভোট। আর তার প্রতিপক্ষ তাকাইচি পান ১৯৪ ভোট।

বিদায়ী প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দলের তহবিল কেলেঙ্কারি এবং জনপ্রিয়তায় ধসের মুখে গত আগস্টে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে