ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

সহনীয় পর্যায়ে ঢাকার বায়ু

২০২৪ আগস্ট ২৪ ১০:৩৮:৩৬
সহনীয় পর্যায়ে ঢাকার বায়ু

নিজস্ব প্রতিবেদক : ঢাকার বায়ু আজ সহনীয় পর্যায়ে রয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল ১০টায় ৮১ স্কোর নিয়ে এই অবস্থায় বিরাজ করছে ঢাকার বায়ু। বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার সূত্রে এ তথ্য জানা গেছে।

আইকিউ এয়ার জানিয়েছে, আজ বায়ু দূষণের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটি ১৮২ স্কোর নিয়ে শীর্ষে অবস্থার করছে। একই সময়ে ভারতের দিল্লি ১৬৭ স্কোর নিয়ে দ্বিতীয়, ভিয়েতনামের হ্যানয় ১৫৮ স্কোর নিয়ে তৃতীয়, উগান্ডার কাম্পালা ১৫৬ স্কোর নিয়ে চতুর্থ, কঙ্গোর কিনশাসি ১৫৫ স্কোর নিয়ে পঞ্চম, পাকিস্তানের লাহোর ১৫২ স্কোর নিয়ে ষষ্ঠ, কুয়েত সিটি ১৫১ স্কোর নিয়ে সপ্তম, দক্ষিণ কোরিয়ার ইনসিওন ১২২ স্কোর নিয়ে অষ্টম, আলজেরিয়ার আলজিয়ার্স১০৩ স্কোর নিয়ে নবম এবং বাহরাইনের মানামা ৯২ স্কোর নিয়ে দশম স্থানে অবস্থান করছে।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে