ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

চার মন্ত্রণালয়ের সচিব বদলি

২০২৪ আগস্ট ২০ ২২:১০:২৭
চার মন্ত্রণালয়ের সচিব বদলি

চার মন্ত্রণালয়ের সচিব বদলি

নিজস্ব প্রতিবেদক: চার মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদে রদবদল করা হয়েছে। এরমধ্যে এক জ্যেষ্ঠ সচিবকে তিন দিনের মাথায় বদলি করা হলো।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এম এ আকমল হোসেন আজাদকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়েছে। তাঁকে তিন দিন আগে রেলপথ বিভাগে চুক্তিতে নিয়োগ করা হয়।

স্বাস্থ্যসেবায় গতি ফেরাতে এক চৌকষ এই কর্মকর্তাকে স্বাস্থ্যসেবায় বদলি করা হয়েছে।

আর স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) নিয়োগ করা হয়েছে।

এদিকে, পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বাকীকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।

অপরদিকে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে