ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সাংবাদিক নির্যাতন, আমার সংবাদের সম্পাদক আটক

২০২৪ আগস্ট ২০ ১৩:১২:১০
সাংবাদিক নির্যাতন, আমার সংবাদের সম্পাদক আটক

নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতন না দিয়ে উল্টো সাংবাদিকদের নির্যাতন করায় দৈনিক আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার রাতে অফিস থেকে হাসেম রেজাকে আটক করা হয়।

সাংবাদিকরা বকেয়া বেতনের দাবি জানালে তাদের অফিসে আটকে রাখে নির্যাতন করেন হাশেম রেজা। এমন অভিযোগ পেয়ে তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।

ভুক্তভোগীরা জানান, কালেরকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল নোমান এক সময় আমার সংবাদে কাজ করতেন। বকেয়া বেতন চাওয়ায় তার ওপর হামলা চালান আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা। এ সময় নোমানসহ আরও কয়েকজনকে জিম্মি করে রাখা হয়।

এ সময় প্রতিষ্ঠানটির এডমিন আজাদ হোসেন তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখেন বলে অভিযোগ উঠেছে। এরপর বাইরে অন্যদের কাছে সাহায্য চাইলে তারা সেনাবাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনীরা সদস্যরা গিয়ে সাংবাদিকদের উদ্ধার করেন এবং আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজাকে আটক করে নিয়ে যান।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে