ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার তৎপরতা চালাচ্ছি : নাহিদ ইসলাম

২০২৪ আগস্ট ২০ ০৬:৫০:২৯
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার তৎপরতা চালাচ্ছি : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনাকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার লক্ষে দেশে ফিরিয়ে আনার তৎপরতা চালাচ্ছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (১৯ আগস্ট) রাতে আন্দোলনে নিহত নাফিজের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, বিচার সম্পন্ন করার জন্য স্পেশাল ট্রাইব্যুনালের কথা বলেছেন আইন উপদেষ্টা। এর থেকেও দ্রুততম সময়ের মধ্যে বিচার করা যায় কিনা সেটাও আমরা ভাবছি।

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, বিচার বিভাগেও পরিবর্তন আসছে। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতি পরিবর্তন হয়েছে। ধীরে ধীরে হাইকোর্টের বিচারপতিদের মধ্যেও পরিবর্তন আসবে।

টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা বলেন, জাতিসংঘ থেকে আন্তর্জাতিকভাবে একটি টিম আসছে সুষ্ঠু তদন্ত করার জন্য৷ শুধু বাংলাদেশের মানুষ না, পুরো বিশ্বের মানুষ এই হত্যাকাণ্ড দেখেছে এবং তারাও এই হত্যাকাণ্ডের বিচার চায়। নাহিদ ইসলাম বলেন, পুরো পৃথিবী দেখেছে কীভাবে বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, তিনি বলেন, যারা এই হত্যার সঙ্গে জড়িত ছিল, নির্দেশদাতা হিসেবে জড়িত ছিল তাদের সকলের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আমাদের অন্তর্বর্তী সরকার এবং আমাদের এই বাংলাদেশ যারা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের সমর্থক ও দোসর হিসেবে কাজ করেছে তাদের কাউকে আমরা ছাড় দেবো না, তাদের সকলকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো।

এএসএম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে