ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

হেনস্তার শিকার হলেন স্বাস্থ্য উপদেষ্টা

২০২৪ আগস্ট ১৯ ১৮:২৩:৪১
হেনস্তার শিকার হলেন স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ নিয়ে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা-কর্মীদের হাতে হেনস্তার শিকার হলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

সোমবার (১৯ আগস্ট) রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে এই ঘটনা ঘটে।

এ সময় কোটাবিরোধী আন্দোলনের নেতা ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও তোপের মুখে পড়েন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পান অধ্যাপক রোবেদ আমিন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে নতুন ডিজি ও অধিদপ্তরে কর্মকর্তাদের নিয়ে ডিএনসিসি হাসপাতালে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। পরে বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে আসে বিএনপিপন্থী চিকিৎসকদের একটি দল। নতুন ডিজি ও এডিজির পদত্যাগের দাবি করেন তারা। একপর্যায়ে হাসপাতালের কনফারেন্স ঢুকে বিতণ্ডায় জড়ান তাঁরা। পণ্ড হয় বৈঠক।

স্বাস্থ্য উপদেষ্টার সামনেই চলে বিক্ষোভ। শুরু হয় চরম হট্টগোল। বিব্রত হন স্বাস্থ্য উপদেষ্টা। তৈরি হয় নিরাপত্তা ঝুঁকি। একপর্যায়ে সেখানে আসেন ছাত্রনেতা আকতার হোসেনসহ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টায় ব্যর্থ হন তাঁরা।

এভাবে চলে প্রায় এক ঘন্টা। আন্দোলনকারীদের চার প্রতিনিধির সঙ্গে বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও থামেনি হট্টগোল।

পরে সেনাসদস্যরা ঘটনাস্থলে আসলে হাসপাতাল ছাড়েন স্বাস্থ্য উপদেষ্টা ও অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় আন্দোলনকারীদের কয়েকজনকেও তাঁর সঙ্গে যেতে দেখা যায়।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে