ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

‘আমিরাতে ৫৭ জনের সাজায় দূতাবাসের অবহেলা’

২০২৪ আগস্ট ১৯ ০৭:১৯:০৪
‘আমিরাতে ৫৭ জনের সাজায় দূতাবাসের অবহেলা’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির মুক্তির বিষয়ে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া হয়েছে।

রোববার ফাউন্ডেশন ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) চেয়ারপারসন ও জ্যেষ্ঠ আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ এই তথ্য জানান।

তিনি এসব প্রবাসীর দন্ড নিয়ে আমিরাতে বাংলাদেশি দূতাবাসে কর্মরতদের অবহেলা দায়ী বলে মন্তব্য করেন।

গত ১৯ জুলাই বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এই ঘটনায় আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দেয়। এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর ও একজনকে ১১ বছর করে কারাদন্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত এসব ব্যক্তির মুক্তির বিষয়ে তাদের পরিবারগুলোকে আইনি সহায়তা দিচ্ছে ফ্লাড। স্বজনদের অভিযোগ, তাদের মুক্তির বিষয়ে আমিরাতে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তাদের কোন সহযোগিতা পাওয়া যায়নি।

মামুন/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে