ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা

২০২৪ আগস্ট ১৮ ২০:৫৬:৫৯
বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, নতুন করে বিদ্যুতের দাম বাড়াতে চায় না অন্তর্বর্তীকালীন সরকার। প্রয়োজন হলে সব পক্ষের সাথে আলোচনা করে গণশুনানি করে সিদ্ধান্ত নেয়া হবে।

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে সরকার; বাড়ানো হবে গ্রাহক সেবা। অর্থ সাশ্রয় করে আগামীতে বিদ্যুৎ কিনবে সরকার।

এছাড়া গ্যাস সংকট সমাধানে টাইম লাইন বেধে দিয়েছেন বলেও জানান তিনি।

ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, কুইক রেন্টালের বিষয়ে বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়া হবে। জনপ্রত্যাশাই এই সরকারের মূল ভিত্তি উল্লেখ করে উপদেষ্টা বলেন, জ্বালানি খাতের দেশি-বিদেশি চুক্তিগুলো রিভিউ করা হবে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে