ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

স্যার ডাকতে নিষেধ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ

২০২৪ আগস্ট ১৮ ১৬:১৫:৪৩
স্যার ডাকতে নিষেধ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের দুই মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সাংবাদিক এবং দপ্তরের কর্মকর্তাদের বলেছেন, তাকে ‘স্যার’ সম্বোধন করার কোনো প্রয়োজন নেই।

রোববার (১৮ আগস্ট) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমাকে স্যার ভাবারও দরকার নেই, স্যার বলারও দরকার নেই।’

প্রথমে অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আনা হয়েছিল নাহিদকে। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয় ২৬ বছর বয়সী এই তরুণকে।

একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সরকারের দায়িত্ব নেওয়ার কথা তুলে ধরে নাহিদ বলেন, ‘আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি, আমি জনগণের পক্ষ থেকে জনগণের দাবি-দাওয়া নিয়ে এখানে এসেছি।’ নতুন দেশ গড়তে সবার কাছে সহযোগিতা চান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা নাহিদ বাবা মায়ের সঙ্গে ঢাকাতেই বড় হয়েছেন। তার বাড়ি ঢাকার খিলগাঁও দক্ষিণ বনশ্রীতে। পরিবার আর কাছের বন্ধুরা তাকে ডাকে ‘ফাহিম’ নামে।

নাহিদের বাবা বদরুল ইসলাম জামির একজন শিক্ষক। মায়ের নাম মমতাজ নাহার। দুই ভাইয়ের মধ্যে নাহিদ বড়।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে