ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

আমি অসুস্থ, হার্টে ব্লক ধরা পড়েছে : জিয়াউল আহসান

২০২৪ আগস্ট ১৭ ১৪:৫১:৪২
আমি অসুস্থ, হার্টে ব্লক ধরা পড়েছে : জিয়াউল আহসান

নিজস্ব প্রতিবেদক : আদালতে নিজের ব্যক্তিগত অসুস্থতার কথা উল্লেখ করেছেন ‘আয়নাঘর’ নিয়ে আলোচিত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। বলেন, ‘আমি অসুস্থ। হার্টে ব্লকসহ অন্যান্য সমস্যা রয়েছে।’

শুক্রবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে শুনানি চলাকালে বিচারকের সামনে তিনি এসব কথা বলেন।

‘আয়নাঘর’ প্রসঙ্গে সাবেক এ কর্মকর্তা বলেন, ‘যেসব ব্যক্তি আয়নাঘর থেকে বের হয়ে আসছে, তাদের কেউ বলুক আমি তাদের সেখানে রেখেছি। যেভাবে আমাকে নিয়ে দোষারোপ করা হচ্ছে, সেটা সঠিক নয়। ৮ দিন ধরে আমি আয়নাঘরে ছিলাম। আয়নাঘর আমার সৃষ্টি না। আমি নির্দোষ। আমি কোনো গুম, খুনের সঙ্গে জড়িত নই।’

এর আগে, বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে খিলক্ষেত এলাকা থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক এই মহাপরিচালককে গ্রেপ্তার করা হয় বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গত ৬ আগস্ট এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে জানিয়েছিল।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে