ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রিমান্ডে প্রশ্ন করলেই হাসেন সাবেক আইনমন্ত্রী

২০২৪ আগস্ট ১৭ ১৪:২৫:৩৩
রিমান্ডে প্রশ্ন করলেই হাসেন সাবেক আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবি পুলিশ কার্যালয়ে ১০ দিনের রিমান্ডে আছেন। জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুচকি হাসেন তিনি।

কোন প্রশ্নেরই সঠিক উত্তর না দিলেও তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ। এমনটাই জানা গেছে।

গতকাল শুক্রবার আনিসুল হকের রিমান্ডের তৃতীয় দিন ছিল।

জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন তিনি। এ সময় সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে।

কারা নতুন করে বিচারক হিসাবে নিয়োগ পেলেন সে বিষয়েও জানতে চান তিনি। জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি। পুলিশের কোনো প্রশ্নের উত্তরই দেননি সাবেক এই আইনমন্ত্রী। প্রশ্ন করা হলে শুধু হেসেছেন।

এর আগে, মঙ্গলবার ডিএমপি নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। বুধবার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। তারা এখন ডিবি হেফাজতে আছেন।

যে মামলায় তারা রিমান্ডে আছেন ওই মামলায় কোনো আসামির নাম নেই। তবে অজ্ঞাতনামা হিসাবে বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে