ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫
Sharenews24

মেট্রোরেল চালুর বিষয়ে দুঃসংবাদ দিল কর্তৃপক্ষ

২০২৪ আগস্ট ১৫ ২৩:০৭:৩৩
মেট্রোরেল চালুর বিষয়ে দুঃসংবাদ দিল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক : আগামী শনিবার থেকে মেট্রোরেল চালু হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার থেকে চালু হচ্ছে না মেট্রোরেল। অনিবার্য কারণে মেট্রোরেল চালু করা যাচ্ছে না বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে কোম্পানির সচিব মোহাম্মদ আবদুর রউফের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সরকার গত ১১ আগস্ট ডিএমটিসিএলের আওয়তায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন- ৬ এর মেট্রোরেল চলাচল প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে সাত সাত দিনের মধ্যে পুনরায় চালুর নির্দেশ দেয়।

ডিএমটিসিএল জানায়, অনিবার্য কারণে সেই পরীক্ষা-নিরীক্ষা শুরু করা যায়নি। কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও যাত্রীছাড়া পরিচালন পরীক্ষা শেষে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ছাড়া মেট্রোরেল চালু ও যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। এই প্রেক্ষাপটে, আগের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে মেট্রোরেল চালু করা সম্ভব হচ্ছে না। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

তবে কবে নাগাদ বহু কাঙ্খিত এই গণপরিবহন সেবা চালু করা হবে, সে ব্যাপারে ওই চিঠিতে কিছু বলা হয়নি।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে