ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫
Sharenews24

নাম জানা গেল নতুন ৫ উপদেষ্টার

২০২৪ আগস্ট ১৫ ২০:১০:৫৩
নাম জানা গেল নতুন ৫ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক : নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পরিধি বেড়েছে।

আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবনে শপথ নেবেন আরো ৫ উপদেষ্টা।

তারা হলেন- ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লে. কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাওজুল কবির খান।

এর আগে গত ৮ আগস্ট রাতে নবীন-প্রবীণ সমন্বয়ে গঠিত হয় ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস।

বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এছাড়া ১৩ উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ১১ আগস্ট আরো ৩ উপদেষ্টা শপথ নেন। এবার নিতে যাচ্ছেন আরও ৫ জন।

এএসএম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে