ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান নজরুল হুদা

২০২৪ আগস্ট ১৪ ২১:৩৭:৪১
রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান নজরুল হুদা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদাকে।

মঙ্গলবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে তিন বছর মেয়াদে নিয়োগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

নিয়ম অনুযায়ী, রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ এখন নতুন চেয়ারম্যান নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ব্যাংকটির নজরুল হুদার পরিচালক ও চেয়ারম্যান হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার জন্য প্রজ্ঞাপনে অনুরোধ করা হয়েছে।

এর আগে রূপালী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন কাজী ছানাউল হক।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে