ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

১০ দিনের রিমান্ডে সালমান রহমান ও আনিসুল হক

২০২৪ আগস্ট ১৪ ২০:০০:৩৯
১০ দিনের রিমান্ডে সালমান রহমান ও আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতা আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে নেওয়া হয়।

সেখানে প্রথমে তাদের আদালতের গারদখানায় রাখা হয়। পরে এজলাসে তোলা হলে আদালত রিমান্ডের আদেশ দেন।

এর আগে মঙ্গলবার রাজধানীর সদরঘাট থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে।

এরপর রাতেই তাদের ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান মঙ্গলবার জানিয়েছেন, ঢাকার নিউমার্কেট থানায় করা একটি মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকেকে গ্রেপ্তার করা হয়েছে।

এএসএম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে