ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভিসা ইস্যু করতে শুরু করেছে সৌদি আরব

২০২৪ আগস্ট ১৪ ১৪:০২:৫৮
ভিসা ইস্যু করতে শুরু করেছে সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদে‌শি কর্মীদের আজ বুধবার থেকে পুনরায়‌ ভিসা দেওয়া শুরু করেছে সৌ‌দি দূতাবাস।

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ শেষে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত সৌ‌দি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান।

তিনি বলেন, ‘আজ‌ আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু করে‌ছি। সৌ‌দি দূতাবাস এখন সব ধরনের সেবা দেওয়া শুরু করেছে। প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক থাকাকালে প্রতি‌দিন গড়ে পাঁচ হাজার ভিসা ইস‌্যু করা হতো।’

এসময় বৈঠকের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও সৌ‌দির মধ্যে ঐতিহা‌সিক সম্পর্ক রয়েছে। আমরা অর্থনৈ‌তিক ইস‌্যু, ভিসা ইস‌্যুসহ বি‌ভিন্ন বিষয়ে আলাপ ক‌রে‌ছি।

তিনি আরও বলেন, আমরা আশা কর‌ছি, দ্রুতই বাংলাদেশে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি ফিরে আসবে। বাংলাদেশ স্থি‌তিশীলতা উপভোগ করবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সৌ‌দিতে অ‌্যাসাইলাম চাওয়ার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ‘এরকম কিছু আমি শু‌নিনি।’

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে