ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টার প্রেস সচিব এএফপির শফিকুল আলম

২০২৪ আগস্ট ১৪ ০৫:৫৭:৪০
প্রধান উপদেষ্টার প্রেস সচিব এএফপির শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি বাংলাদেশের ব্যুরো চীফ শফিকুল আলম।

মঙ্গলবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন কারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ হতে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্ঠি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব মর্যাদায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হইল।

এর আগে সোমবার (১২ আগস্ট) রাতে শফিকুল আলম নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেসসচিব পদে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন বলে জানান।

অন্যদিকে গণমাধ্যমকে তিনি বলেন, স্যার (ড. ইউনূস) আমাকে ফোন করে জানতে চেয়েছেন, আমি উনার প্রেস সচিব হবো কি না। এটা আমার জন্য বড় পাওয়া। আমিও সম্মতি দিয়েছি।

বর্ণাঢ্য ক্যারিয়ারসম্পন্ন শফিকুল আলম এএফপিতে যোগ দেওয়ার আগে ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে কর্মরত ছিলেন। তিনি একজন অধিকার কর্মী।

বিদায়ী আওয়ামী লীগ সরকারের সময় দেশে গুম, ক্রসফায়ারসহ সংঘটিত নানা অপরাধের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আলোলনের ব্যানারে গড়ে ওটা কোটা সংস্কার ও পরে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবির আন্দোলনের পক্ষেও তিনি জোরালো ভূমিকা রেখেছেন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে