ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঢাকায় মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

২০২৪ আগস্ট ১৩ ১৭:৪২:৪৩
ঢাকায় মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের নিয়মিত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেলে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ এ এই ঘোষণা দেওয়া হয়।

ফেসবুকে মার্কিন দূতাবাস জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাস বর্তমানে নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ আছে। যদি আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে, অনুগ্রহ করে কনস্যুলার সেকশন পুনরায় নিয়মিত পরিষেবা চালু করার জন্য আরও নির্দেশনার জন্য অপেক্ষা করুন।

এর আগে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস।

একই সঙ্গে ১৮ জুলাই সাধারণ মানুষের জন্য কার্যক্রম বন্ধ রাখার ঘোষণাও দিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে