ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Sharenews24

প্রাথমিক বিদ্যালয় খুলছে বুধবার

২০২৪ আগস্ট ১৩ ১৩:০৪:৩৫
প্রাথমিক বিদ্যালয় খুলছে বুধবার

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয় বুধবার থেকে খোলা থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে বন্ধ হওয়া এসব বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রণালয় থেকে এই নির্দেশ দেওয়া হয়।

এর আগে, সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে। তবে, এরই মধ্যে দেশের কয়েক জায়গায় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে বলে জানা যায়।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘ছাত্র ও জনগণের বৈষম্যহীন সমাজের যে দাবি, তা বাস্তবায়নে কাজ করবে সরকার। প্রাথমিক শিক্ষা যে কোনো দেশে জাতির জন্য ভিত স্বরূপ। দুঃখজনক আমাদের দেশে যেভাবে গুরুত্ব পাওয়া উচিত তা পায় না। বিষয়টি আমরা গুরুত্ব দেব।’

তিনি বলেন, ‘অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, স্বাক্ষরতার হার বেড়েছে কিন্তু প্রয়োজন মানোন্নয়ন করা। মানবসম্পদকে উন্নত করতে চাই।’

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে