ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Sharenews24

নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কথা জানালেন প্রধান বিচারপতি

২০২৪ আগস্ট ১২ ১২:৪৯:১২
নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কথা জানালেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে।

তিনি জানান, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবো।

সোমবার (১২ আগস্ট) দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রীতি অনুযায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

এসময় প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেটমুক্ত বিচারবিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল। পরে প্রধান বিচারপতি মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ন্যায় বিচার নিশ্চিতে কাজ করার কথা জানান। এদিকে আট দিন পর সোমবার কার্যক্রম শুরু হয় সুপ্রিম কোর্টের। নতুন করে গঠিত হাইকোর্টের আটটি বেঞ্চ বসার কথা রয়েছে আজ।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে