ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পুলিশকে হুঁশিয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের

২০২৪ আগস্ট ১০ ১৬:৩২:৫৭
পুলিশকে হুঁশিয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের

নিজস্ব প্রতিবেদক : পুলিশকে কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার এক বৈঠকে তারা এই আহ্বান জানান।

একই সঙ্গে ছাত্রদের ওপর যেসব অতি উৎসাহী পুলিশ সদস্য গুলি করেছে ও এসি রুমে বসে যারা তাদের গুলি চালানোর হুকুম দিয়েছে, তাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

খুলনায় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠক করে স্থানীয় পুলিশ কর্মকর্তারা। শিক্ষার্থীরা বলেন, পুলিশ ছাত্র-জনতাকে নিয়ে কাজ করবে। অন্য কোনো দলের লেজুরবৃত্তি করলে ছাত্র-জনতা পুলিশের সঙ্গে থাকবে না।

এই সময় পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, দ্রুতই পুলিশ ডিউটিতে ফিরবে। থানা-ওয়ার্ডে শান্তি রক্ষা কমিটি করা হবে। যাতে ছাত্ররাই প্রাধান্য পাবেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের কোনো মামলায় গ্রেফতার করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া পুলিশের যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে আয়মান আহাদ, সাজ্জাদুল ইসলাম আজাদ, জহুরুল ইসলাম তানভীর, আল মুজাহীদ আকাশসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে