ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য কারা দায়ী, জানালেন জয়

২০২৪ আগস্ট ০৯ ১৫:১৮:২৫
বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য কারা দায়ী, জানালেন জয়

আন্তর্জাতিক ডেস্ক : সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে দায়ী করেছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরে আসলে আবার ফিরে আসবেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) পিটিআইকে দেওয়া সাক্ষাতাকারে তিনি এই কথা বলেন।

জয় বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে আমি আগে বলেছিলাম যে উনি (শেখ হাসিনা) বাংলাদেশে ফিরবে না। কিন্তু সারাদেশে আমাদের নেতা এবং দলীয় কর্মীদের ওপর লাগাতার হামলার পর গত দু'দিনে অনেক কিছুই বদলে গিয়েছে। আমাদের জনগণকে সুরক্ষিত রাখতে যা যা করা দরকার, সেই সবকিছুই করা হবে। ওদের (দলের নেতা ও কর্মীদের) একা ছাড়ব না।’

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারতে বাংলাদেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দেশে (বাংলাদেশে) নৈরাজ্য চলছে এবং এই অঞ্চল দ্বিতীয় আফগানিস্তানে পরিণত হচ্ছে।

তিনি আরও বলেন, ‘কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স (পরিস্থিতিগত প্রমাণ)-এর উপর ভিত্তি করে আমার সন্দেহ হচ্ছে এর পেছনে পাকিস্তানের আইএসআইয়ের হাত রয়েছে।’

তিনি দাবি করেন, ‘আন্দোলন এবং হামলা খুব ভালভাবে পরিকল্পনা মাফিক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মারফৎ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ইন্ধন যোগান হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার যা-ই করেছে তাকে নষ্ট করে দেওয়ার জন্য ওরা কাজ করেছে।’

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে