ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

সব অপরাধের বিচার হবে: ড. ইউনূস

২০২৪ আগস্ট ০৯ ০৬:৪৯:৪৮
সব অপরাধের বিচার হবে: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার পর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সব অপরাধের বিচার হবে।

ড. ইউনূস বলেন, অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে তা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। অরাজকতার বিষবাষ্প যে ছড়াবে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে তা ব্যর্থ করবে।

তিনি বলেন, স্বাধীনতার সব অর্জন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। লক্ষ্য পূরণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

নোবেল বিজয়ী বলেন, সরকারি প্রতিষ্ঠান দিয়ে স্বৈরাচার সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। এসব প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। যারা অপরাধ করেছে তাদের আইনের আওতায় এনে শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ড. ইউনূস। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এই সময় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা শপথ নেন। তাদের শপথও পাঠ করান রাষ্ট্রপতি।

শপথ শুরুর আগে ছাত্রদের অভ্যুত্থানে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।

এএসএম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে