ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

ড. ইউনূসকে নিয়ে যা বললেন জয়

২০২৪ আগস্ট ০৮ ২০:১২:৪৪
ড. ইউনূসকে নিয়ে যা বললেন জয়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাওয়া ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) ভারতীয়বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ড. ইউনূসের ব্যক্তিগত মত যাই হোক তিনি সামনে এগিয়ে যাওয়া এবং পুরোনো ভুলগুলো যেন ফিরে না আসে সেই কথা বলেছেন। আমি আশা করি তিনি তার কথা রাখবেন।

এর আগে, সোমবার (০৫ আগস্ট) প্রবল জনবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর এক ভিডিও বার্তায় জয় বলেছিলেন তার মা শেখ হাসিনা অত্যন্ত হতাশ। তিনি আর রাজনীতিতে ফিরে আসবেন না।

তবে আজ বৃহস্পতিবার তিনি বলেছেন, গণতন্ত্রের পরিবেশ ফিরলেই শেখ হাসিনা দেশে ফিরবেন।

তিনি আরও বলেন, ‘হ্যাঁ এটি সত্যি, আমি বলেছিলাম তিনি (শেখ হাসিনা) দেশে ফিরবেন না। কিন্তু আমাদের নেতাকর্মীদের উপর পুরো দেশজুড়ে হামলা চালানোর পর গত দুইদিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমাদের মানুষদের নিরাপদ রাখতে যা করার দরকার তার সবই আমরা করব; আমরা তাদের একা ফেলে চলে যাব না।’

জয় বলেন, তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরোনো রাজনৈতিক দল। আমরা আমাদের মানুষদের কাছ থেকে দূরে সরে যেতে পারব না। যখন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন।’

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে