ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

২০২৪ আগস্ট ০৮ ১৪:০৪:৩০
নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক : মানবাধিকার এবং পরিবেশবাদী আইনজীবি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান রাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে এ নিয়োগ পান মো. আসাদুজ্জামান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।

এর আগে, গতকাল বুধবার পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে